কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য শেখ নওশেদ সরোয়ার পিল্টু বলেছেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। আগামী প্রজন্মের হাত ধরে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবে বাংলাদেশ। সুন্দর আগামী গড়তে শিশুদের মেধা ও মননের বিকাশ ঘটাতে হবে।
বঙ্গবন্ধু শিশু কিশোর চর্চা চট্টগ্রামের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে শিশুদের মাসব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা আজ ১ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১ টায় নগরের মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলের অডিটোরিয়াম সংগঠনের সাধারণ সম্পাদক সাবরিনা আফরোজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য, পরিবেশ সংগঠন এ্যাড ভিশন বাংলাদেশ এর চেয়ারম্যান ও তরুণ আওয়ামী লীগ নেতা শেখ নওশেদ সরোয়ার পিল্টু।
সাংস্কৃতিক সংগঠক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট নৃত্য শিল্পী ও প্রশিক্ষক মোহাম্মদ হোসেন মধু। উদ্বোধক ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগ চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট নারী নেত্রী জাহানারা সাবের।
প্রধান অতিথির বক্তব্যে শেখ নওশেদ সরোয়ার পিল্টু বলেন, শিশুদের ডিজিটাল ব্যবহারে সচেতন হতে হবে। দিনদিন শিশুরা ডিজিটাল প্রযুক্তিতে আসক্ত হয়ে পরেছে। তাদের খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় আরও বেশি বেশি মনোনিবেশ করতে হবে। শিশুদের যতবেশি সংস্কৃতি চর্চায় সম্পৃক্ত করা যাবে তারা ততবেশি মেধা ও মননে বিকশিত হবে।
প্রধান বক্তা ছিলেন, বিশিষ্ট আইনজীবী ও সাংস্কৃতিক সংগঠক এডভোকেট সরযু ভট্রাচার্য। বিশেষ অতিথি ছিলেন, এ্যাড ভিশন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক ও পরিবেশ সংগঠক মাসুদ রানা, চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগ চট্টগ্রাম মহানগরের সদস্য আয়েশা ছিদ্দিকা, বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটি চট্টগ্রাম জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রতন বড়ুয়া, সংগীত শিল্পী সাহিনা আকতার মৌ, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক বায়জিদ ফরায়জী, সংগীত শিল্পী সমীরণ পাল, নীহার রঞ্জন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
Leave a Reply