মোঃ শেখ ফরিদ মিরসরাইঃ
সম্প্রতি মিরসরাইয়ে ( ৬ ফুট) দৈর্ঘ্যের একটি অজগর সাপ ও একটি বানর অবমুক্ত করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বারইয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন বড়তাকিয়া বীটের অধীনে তারারঘোনা নামক স্থানে বন্য প্রাণীগুলো অবমুক্ত করা হয়।
এই সময় বড়তাকিয়া বিট কর্মকর্তা মোঃ মামুন, ফরেস্টার অরুণ রায়, সরদার ফরেস্ট গার্ড রুহুল আমিন, ফরেস্ট গার্ড রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।
এই বিষয়ে বড়তাকিয়া বিট কর্মকর্তা মো. মামুন বলেন, নোয়াখালী উপকূলীয় বন বিভাগের উদ্ধারকৃত একটি অজগর সাপ ও একটি বানর সোমবার বারইয়াঢালা ন্যাশনাল পার্কের বড়তাকিয়া বিটের অধীনে তারারঘোনা নামক স্থানে অবমুক্ত করা হয়। বন্য প্রাণী সংরক্ষণের আওতায় চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে বন্য প্রাণীগুলো অবমুক্ত করা হয়। অজগর সাপটির দৈর্ঘ্য প্রায় ৬ ফুট।
Leave a Reply