এম এস শ্রাবণ মাহমুদঃ
শুক্রবার (২৫ এপ্রিল) ২৫ খ্রিঃ
চট্রগ্রামের লালদীঘি ময়দানে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক আবদুল জব্বারের বলীখেলায় দ্বিতীয়বারের মতো এবারও চ্যাম্পিয়ন হয়েছে
কুমিল্লার হোমনা উপজেলার মনিপুর গ্রামের কৃতি সন্তান শরীফ ওরফে বাঘা শরীফ।
২০২৪ সালেও শরীফ চট্টগ্রাম লালদীঘি মাঠে
বলী খেলায় চ্যাম্পিয়ন হয়ে বিজয়ের মালা ছিনিয়ে আনেন।
বলী খেলায় শরীফ চ্যাম্পিয়ন হওয়ার খবরে হোমনাবাসী আনন্দিত। এ ব্যাপারে হোমনাবাসি’রা বলেন, শরীফ আমাদের হোমনার গর্ব ও অহংকার। আমরা হোমনাবাসী ওর কৃতিত্বের জন্য আনন্দিত।
বাঘা শরীফের নিজ গ্রাম মনিপুরের বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব পিআইবির সিনিয়র প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম প্রতিক্রিয়ায় জানান, শরীফ বলীর চ্যাম্পিয়নের সংবাদ শুনে আমরা আনন্দিত।
শরীফ শুধু হোমনার নয় সমগ্র কুমিল্লার গর্ব।
সে নিজের চেষ্টা ও পরিশ্রমে এ সাফল্য অর্জন করে। সরকার যদি পৃষ্ঠপোষকতা করে তা হলে সে আরো ভালো করবে।
বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। আমরা গ্রামবাসীর পক্ষ থেকে শরীফকে উষ্ণ অভিনন্দন জানাই।
হোমনা উপজেলা প্রেসক্লাবে ক্লাবের সভাপতি এটিএম মোর্শেদুল ইসলাম শাজু বলেন, চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলী খেলায় বাঘা শরীফ চ্যাম্পিয়ন হয়ে কুমিল্লা ও হোমনাকে ক্রীড়াঙ্গনে এক বিশেষ সম্মান বয়ে এনেছে। তার এ সাফল্যে হোমনাবাসী গর্বিত। তার সুস্থতা ও ধারাবাহিক সাফল্য কামনা করছি।
Leave a Reply