ইসলামে সুন্নী চেতনা
রচনায়ঃ মুহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব)
এজিদের হুকারে মাথা নত করেনি ইমাম হুসাইন
রক্ত দিয়ে জিন্দা করেছেন তিনি -ইসলামী দ্বীন।
পৃথীরাজ করতে পারেনি খাজা সাহেবকে দমন
ইসলামী ঝান্ডা উড়াতে ভারতে করেছিলেন আগমন।
সম্রাট আকবরের দ্বীন-ই ইলাহীর হয়েছিল পতন
মোজাদ্দেদ -ই আলফেসানী জিহাদে কারারুদ্ধ হন।
গৌর গোবিন্দ যুদ্ধে পরাজয়ে করেছিল পলায়ন
শাহ্ জালাল করেছিল ইসলামের ঝান্ডা উড্ডয়ন।
ভারতের শিখরা মুসলমানদের করতে পারিনি দমন
নূর মোহাম্মদ নিজামপুরী যুদ্ধ জয়ে গাজী হন।
যুগে যুগে সুন্নী আউলিয়াগণ করেছেন আন্দোলন
ইসলামের সত্যের ঝান্ডা তারা-করেছিল উড্ডয়ন।
ইসলামের জন্য শহীদ হচ্ছেন ফিলিস্তিনির মুসলমান
তাদের জন্য সহমর্মি আজ বাংলাদেশের জনগণ।
Leave a Reply