মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রাম, ২৪ এপ্রিল ২০২৫ — একশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় এবং ব্রাইট বাংলাদেশ ফোরাম-এর বাস্তবায়নে চট্টগ্রাম শিশু একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে “যুব নারী নেতৃত্ব বৃদ্ধির লক্ষ্যে যুব নারী ও অভিভাবকদের সাথে অধিপরামর্শ সভা”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স-এর ভাইস চেয়ারম্যান সুলতানা নূরজাহান রোজী। সভাপতিত্ব করেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রোগ্রাম ডিরেক্টর নাসরিন সুলতানা খানম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একশনএইডের ইন্সপিরেটর নাহিদা ইসলাম তৃষা, এলআরপি ম্যানেজার রিদুয়ানুল হাকীম রিয়াদ, এবং উপস্থাপনায় ছিলেন স্পন্সরশিপ অফিসার বিষু চক্রবর্তী।
অনুষ্ঠানে ৯টি যুব সংগঠনের নারী সদস্যা ও বাকলিয়া এলআরপি এলাকার নারী সার্কেল ও স্পন্সর শিশু সদস্যারা অংশগ্রহণ করেন।
উদ্বোধনী বক্তব্যে ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রোগ্রাম ডিরেক্টর নাসরিন সুলতানা খানম বলেন, “নারী নেতৃত্ব গড়ে তুলতে হলে পরিবার ও সমাজ উভয়কেই এগিয়ে আসতে হবে। এই আয়োজনের মাধ্যমে আমরা সেই পরিবর্তনের পথে আরও একধাপ এগিয়ে গেলাম।”
নাহিদা ইসলাম তৃষা বলেন, “নারীদের ক্ষমতায়ন শুধু একটি আদর্শ নয়, এটি এখন প্রয়োজন। তারা যেন ঘর এবং বাইরের কাজে সমানভাবে দক্ষ হয়ে উঠতে পারে, সে বিষয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।”
প্রধান অতিথি সুলতানা নূরজাহান রোজী বলেন, “নারীরা এখন কেবল ঘরের কাজেই সীমাবদ্ধ নয়—তারা অফিস, আদালত, ব্যবসা এবং নেতৃত্বের প্রতিটি স্তরে নিজেদের দক্ষতা প্রমাণ করে চলেছেন। আমিও একজন নারী উদ্যোক্তা হিসেবে বহু প্রতিবন্ধকতা অতিক্রম করেছি, তাই আমি জানি—চেষ্টা ও আত্মবিশ্বাস থাকলে নারীরা সবকিছুই করতে পারে।”
নারী সার্কেল দলের সদস্যারা যখন ব্যবসা শুরু এবং প্রশিক্ষণের বিষয়ে প্রশ্ন করেন, তখন অতিথি জানান, “চট্টগ্রাম উইমেন চেম্বারের মাধ্যমে খুব শীঘ্রই একটি ট্রেইনিং চুক্তি করা হবে, যাতে যুব নারীরা সরাসরি প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পায়।”
সমাপনী বক্তব্যে এলআরপি ম্যানেজার রিদুয়ানুল হাকীম রিয়াদ বলেন, “নারীদের নেতৃত্ব ও ক্ষমতায়নে এমন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজে ইতিবাচক পরিবর্তনের জন্য এসব পদক্ষেপ আরও বাড়াতে হবে।”
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রজেক্ট অফিসার পিকুল দাশ জয় এবং ইউথ পিয়ার গ্রুপ ফ্যাসিলিটেটর আব্দুল তারেক।
Leave a Reply