মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় শুক্রবার (১৮ এপ্রিল) রাতে ব্যাটারিচালিত রিকশা থেকে পড়ে পানির তোড়ে নিঁখোজ শিশুর মরদেহ দুই কিলোমিটার দূরের চাক্তাই খাল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ৬ মাস বয়সী ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ বলেন, আমরা স্থানীয় লোকজনের সহায়তায় শিশুটির মরদেহ উদ্ধারের পর পুলিশের কাছে হস্তান্তর করেছি। নিহত শিশুর নাম শেরতাজ। সে আছাদগঞ্জ এলাকার মো. শহীদুলের ছেলে বলে জানান স্থানীয়রা।
এর আগে শুক্রবার রাত ৮টার দিকে কাপাসগোলা নবাব হোটেলের পাশে ব্যাটারিচালিত রিকশা করে বেড়াতে যাওয়ার সময় রিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ নালায় পড়ে যায়। রিকশায় থাকা ৬ মাস বয়সী শিশু শেরতাজ ছিল তার মায়ের কোলে। রিকশাটি নালায় পড়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা চালক ও ওই শিশুর মাকে উদ্ধার করেন। তবে শেরতাজ পানির তোড়ে নিখোঁজ হয়। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে অভিযান চালালেও তাকে তাৎক্ষণিক উদ্ধার করা সম্ভব হয়নি।
চাক্তাই খাল চামড়ার গুদাম এলাকার প্রত্যক্ষদর্শী দিদারুল আলম বলেন, তারা প্রথমে চাক্তাই খালের শুকনো অংশে শিশুটির মরদেহ দেখে উদ্ধার করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়
Leave a Reply