ইউনিক ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি’র নব নির্বাচিত সভাপতি ইমরান , সাধারণ সম্পাদক জাবেদুল, সাংগঠনিক সম্পাদক সোলাইমান
তোষাদ রায়হান
চট্টগ্রাম পটিয়ায়,শিক্ষা ও মানবিক সংগঠন ইউনিক ফাউন্ডেশন’র এক অনাড়ম্বর আয়োজনে ২০২৫-২০২৬ সেশনের কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে ইমরান শাফায়াত,সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ জাবেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে মুহাম্মদ সোলাইমান, অর্থ সম্পাদক পদে মো.খোরশেদুল আলম নির্বাচিত হয়েছেন।পটিয়া ডাক বাংলাস্থ একটি রেস্তোরাঁয় সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি গঠিত হয়।
এতে সংগঠনের সহ-সভাপতি ইমরান শাফায়াত সভাপতিত্বে ও সহ-অর্থ সম্পাদক মো. খোরশেদুল ইসলাম সঞ্চালনায় ছিলেন প্রধান অতিথি ছিলেন পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি আবদুল হাকিম রানা, প্রধান বক্তা ছিলেন ইউনিক ফাউন্ডেশনের উপদেষ্টা ইফতেখার হোসাইন মিশু। বিশেষ অতিথি ছিলেন এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও বসুন্ধরা শুভসংঘ বৃহত্তর চট্টগ্রাম শাখার সভাপতি এস এম এ জুয়েলসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করতে নতুন কমিটিতে বিভিন্ন বিভাগ ও দায়িত্বে একাধিক সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়। একাধিক সদস্যদের মাঝে সাংগঠনিক কর্মদক্ষতার পুরস্কার তুলে দেওয়া হয়।এতে অতিথিরা নবগঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন জানান এবং নতুন নেতৃত্বের মাধ্যমে ইউনিক ফাউন্ডেশনকে আরও বড় পরিসরে সৃজনশীল কর্মকান্ডের মাধ্যমে নিয়ে যেতে সার্বিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। আরো বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সাইমন ইসলাম, আবু ছালেহ নুর উদ্দিন, জাবেদুল ইসলাম, এবং মো. সোলাইমান। দোয়া- মোনাজাত মাধ্যমে
সংগঠনের সফলতা কামনা করা হয়
Leave a Reply