মোঃ বজলুর রহমান, কক্সবাজার ( ঈদগাঁও)
ঈদগাঁও উপজেলার পানিতে ডুবে একই এলাকার তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ড বাহারছড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, সোমবার দুপুরে মনজুর আলমের কন্যা মরিয়ম (৯), জাফর আলমের কন্যা তসলিমা (৮) ও ইউসুফ নবীর কন্যা রিয়া মণি (৯) বাড়ির পাশে অরখালের মাথা নামক ছরায় গোসল করতে যায়। পরে তাদের খুঁজে না পেয়ে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন পরিবারের লোকজন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে অরখালের মাথা থেকে মৃত উদ্ধার করে।
শিশুদের মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর তাজ জনি এবং ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মছিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানান এবং এই দুঃখজনক ঘটনায় এলাকাবাসীর সঙ্গে কথা বলেন।
শিশুদের জানাজা আজ ২৫ মার্চ ২০২৫ ইং সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মছিউর রহমান জানান, পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।
এই অকাল প্রয়াণে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এমন দুঃখজনক ঘটনা রোধে আরও সতর্কতা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
Leave a Reply