মোঃ বজলুর রহমান, কক্সবাজার ( ঈদগাঁও):
২০ মার্চ বৃহস্পতিবার দুপুর ২টায় ঈদগাহ্ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্টানিকতার মধ্য দিয়ে এ অর্থ বিতরণ করা হয়।
এসময় ইসলাবাদ ইউনিয়নের ৯ ওয়ার্ডের প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে প্রবাসী আলমগীরের পাঠানো এ অর্থ বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সহ সভাপতি এম মমতাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুর রহমান ও ঈদগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার এহসানসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত হয়ে উপকারভোগীদের উদ্দেশ্যে আলমগীর বলেন, ইসলামাবাদ ইউনিয়নের গরীব অসহায় মানুষের পাশে আছেন তিনি। বিগত দিনের কঠিন সময়গুলোতে সাধারণ মানুষের পাশে থেকে সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়া সহ্ মানবিক সামাজিক নানান কাজ তিনি করেন। এছাড়াও আগামীতে ইসলামাবাদ ইউনিয়নের দায়িত্ব নিতে সকলের কাছে দোয়া কামনা করেন আলমগীর।
Leave a Reply