আমিনুল হক রিপন, চট্টগ্রামঃ
আজ ১০/০৩/২৫ খ্রি. তারিখে চট্টগ্রাম মহানগরের তিনপুলের মাথার গোলাম রসুল মার্কেটে রমজান মাসে নিত্যপণ্যের বাজার তদারকির চলমান অভিযান কার্যক্রমের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন, চট্টগ্রামের সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার ফারজানা নাজনীন সেতু ও জনাব মোঃ আসিফ জাহান সিকদার।
অভিযান চলাকালে বিভিন্ন পণ্যের বাজার পরিদর্শন করা হয়। এ সময় মূল্য তালিকা হালনাগাদ না থাকা, দোকানের বিভিন্ন লাইসেন্স না থাকা, পণ্যের মোড়কে উৎপাদন তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় কৃষি বিপণন আইন, ২০১৮ ও ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ২টি মামলায় অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা, মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
একই দিনে বহদ্দারহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি), চান্দগাঁও সার্কেল ভূমি অফিস ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান। এসময় দোকানে প্রদর্শিত মূল্য তালিকার দরের চাইতে বেশি দরে লেবু বিক্রির কারণে ১টি মামলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও বহদ্দারহাট বাজারের অন্যান্য দোকানে পণ্যে মূল্য ও ওজন যাচাই করা হয়।
এদিকে পাহাড়তলী ও অলংকার মোড়ের কাঁচাবাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), কাট্টলী সার্কেল ভূমি অফিস ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মেহেদী হাসান। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ,২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মোট ২টি মামলায় মোট ৪,০০০/- টাকা জরিমানা করা হয়।
এছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রির দোকানসমূহে বিশেষ নজরদারি জোরদার করা হয় এবং মজুতদারি রোধে সকল বিক্রেতাকে সতর্ক করা হয়। বাজার মনিটরিং টাস্কফোর্সের নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম পুরো রমজান মাসব্যাপী চলমান থাকবে।
Leave a Reply