আমিনুল হক রিপন, চট্টগ্রামঃ
গত ২৪ ঘন্টায় সিএমপি’র বিভিন্ন থানা পুলিশের বিশেষ অভিযানে চকবাজার থানার আসামী ১। মোঃ ইমন (২৬), বাকলিয়া থানার আসামী ২। মোঃ জসিম উদ্দিন সিকদার (৪৫), ৩। মোঃ রিদুয়ানুল ইসলাম (২৮), ৪। মোঃ নুর কবির (৫৪), সদরঘাট থানার আসামী ৫। মোঃ শুক্কুর মিয়া (২৫), পাঁচলাইশ মডেল থানার আসামী ৬। মোঃ মাহি সায়েদ (২৫), চান্দগাঁও থানার আসামী ৭। সুমন দাশ (৩৯), বায়েজিদ বোস্তামী থানার আসামী ৮। মোঃ সাইমন (২৫), ৯। মোঃ শাহীন (২৬), হালিশহর থানার আসামী ১০। মোঃ ইমরান (৩৩), পাহাড়তলী থানার আসামী ১১। মোহাম্মদ আজাদ বিশ্বাস (২৫), ১২। মোহাম্মদ নাসির বিশ্বাস (৪৫), আকবরশাহ থানার আসামী ১৩। মৃদুল চন্দ্র দে (৫৪), ১৪। রুপম দে (৪২), ডবলমুরিং মডেল থানার আসামী ১৫। মীর মোহাম্মদ আহনাফ আরেফিন (২০), ইপিজেড থানার আসামী ১৬। জসিম উদ্দিন (৪০), কর্ণফুলি থানার আসামী কর্ণফুলী উপজেলার ওলামালীগের সভাপতি ১৭। ডাঃ মাওলানা ইউনুস অহিদ (৬৫), কোতয়ালী থানার আসামী চট্টগ্রাম মহানগরীর উপ-অর্থ বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম কর্মাস কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ১৮। মোঃ ইমরান আলী মাসুদ (৩৩) ও চট্টগ্রাম মহানগরীর সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম ইসলামীয়া কলেজ শাখার সাবেক সভাপতি ১৯। মোঃ মনছুর আলী (৪৭)সহ সর্বমোট ১৯ (উনিশ) জনকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, উপরোক্ত আসামীদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা সহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।
Leave a Reply