মোহছেন মোবারকঃ
আনোয়ারা উপজেলার বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় আজ ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব ফেরদৌস হোসেন। এছাড়া, মাদ্রাসার গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী, এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষানুরাগীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়, যা ভবিষ্যতে তাদের আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলী গড়ে তুলতে সহায়তা করবে।”
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের মাঝে পুরস্কার গ্রহণের আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে, যাতে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায় এবং একাডেমিক পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়।
Leave a Reply