1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন

শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০২৪ সনদ প্রদান, সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন

  • সময় রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩২ পঠিত

মোহছেন মোবারকঃ

শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এক মহতী প্রয়াসে শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০২৪-এর সনদ প্রদান, সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসন, শিক্ষানুরাগী ও অভিভাবকগণ।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সনদ ও সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়, যা তাদের আগামীর পথচলায় অনুপ্রেরণা জোগাবে। শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়ন করা এবং তাদের মনোবল বৃদ্ধি করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

বক্তারা বলেন, “সঠিক শিক্ষা ও মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে এগিয়ে যেতে হবে। এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব তৈরি করে।”

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং শিক্ষার্থীদের উন্নত শিক্ষার সুযোগ করে দিতে তারা নিরলস কাজ করে যাবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভ কামনা জানিয়ে তাদের সফল ভবিষ্যতের জন্য দোয়া করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট