কায়ছার হামিদ:
বাঁশখালীতে মাত্র ৯ মাসে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করে “হাফেজ” হয়েছেন ১০ বছর বয়সী কিশোর কামরুল ইসলাম ফাহিম। বাঁশখালী পৌরসভার দারুল কারীম মাদ্রাসা থেকে সে হিফজ সম্পন্ন করেন। কিশোর হাফেজ কামরুল ইসলাম ফাহিম বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী আমানপাড়া গ্রামের মাহমুদুল করীম ও হামিদা দম্পতির সন্তান।
দারুল কারীম মাদ্রাসার হিফজ বিভাগীয় প্রধান মাওলানা হাফেজ আবদুল মজিদ জানান, কামরুল ইসলাম ফাহিম ২০২৪ সালের এপ্রিল মাসে মাদ্রাসায় ভর্তি হয়। মে মাসের ২০ তারিখে সে হিফজ সবক শুরু করে। মাত্র ৯ মাস সময়ে গত ১৭ ফেব্রুয়ারী সোমবার তার হিফজ সবক শেষ হয়।
এদিকে মাত্র ৯ মাসে হিফজ সম্পন্ন করা কৃতি ছাত্র কামরুল ইসলাম ফাহিম যে বড় আলেম হয়ে দ্বীনের একজন খাদেম হতে পারে সে জন্য দোয়া চেয়েছে তার মা বাবা।
Leave a Reply