1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
হারানো বিজ্ঞপ্তি অতীতের গোপন তথ্য লোপাট করতেই আনোয়ারা সদর ইউপিতে  চুরি? এবার (আইজিপি ব্যাজ) পাচ্ছেন চট্টগ্রামের আলোচিত পুলিশ কর্মকর্তা আহলাদ ইবনে জামিল পিপিএম জাঁকজমকপূর্ণ ভাবে উদ্ভোদন হলো চট্টগ্রাম সিএসও হাব নতুন করে অনুপ্রবেশ করলো ১ লাখ ১৩ হাজার রোহিঙ্গা চকরিয়া-পেকুয়ার সাবেক এমপি জাফর আলম ঢাকায় গ্রেপ্তার “অলসতায় জীবন পঙ্গু ” -শাহিদা আকতার জাহান। টিটিসি সমুহে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদেরকে পদোন্নতি বঞ্চিত, এই বৈষম্য দূর করতে হবে। রাজধানী ঢাকায় আওয়ামীলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া আট নেতাকর্মী আটক। আলোর-ফুল রাঙ্গামাটি’র অস্থায়ী অফিস উদ্ভোদন ও প্রতিষ্ঠাবার্ষিকীর দোয়া মাহফিল অনুষ্ঠিত।

এস আলম গ্রুপের জ‌মি ও সম্পদ না কেনার পরামর্শ গভর্নরের।

  • সময় বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১১৯ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর পরামর্শ দিয়ে বলেছেন, বিতর্কিত এস আলম গ্রুপ বিভিন্ন ব্যাংকের গ্রাহকদের টাকা লুট করে যে সহায় সম্পত্তি গড়েছে তা এখন গোপনে বিক্রি করতে চাচ্ছে। সেই সম্পত্তি কোনও সচেতন মানুষের কেনা উচিত হবে না। এস আলমের কোনও সম্পত্তি কিনে বিপদে পড়লে তার দায় সরকার নেবে না। এস আলমের সম্পত্তি বিক্রি করে আমরা গ্রাহকদের তথা আমানতকারীদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো।

বুধবার (২৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

গভর্নর  বলেন, শোনা যাচ্ছে বাজেয়াপ্ত হওয়ার ভয়ে গোপনে সম্পদ বিক্রি করে দিচ্ছে এস আলম গ্রুপ। আইনি জটিলতার কারণে এখনি হস্তক্ষেপ করতে পারছে না বাংলাদেশ ব্যাংক। তবে শিগগিরই আইনি উপায় খুঁজে বের করা হবে। তাই সর্বসাধারণকে সাবধান করা হচ্ছে, এস আলম গ্রুপের সম্পদ কেউ কিনবেন না। সাংবাদিকদের মাধ্যমে আমি হুঁশিয়ার করে দিচ্ছি। এসব সম্পদ জনগণের। এখানে কেউ হাত দেবেন না।

ইসলামী ব্যাংকে ঘটে যাওয়া কেলেঙ্কারি এবং পরিচালনা পর্ষদ নিয়ে তিনি বলেন, ‘এ রকমভাবে, এত বিস্তৃতভাবে, সুপরিকল্পিত এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ব্যাংক কেলেঙ্কারির ঘটনা আমি আগে কখনো দেখিনি। বিশ্বে আমি এর চেয়ে বড় ব্যাংক কেলেঙ্কারি আর দেখিনি। সম্ভবত এটাই সবচেয়ে বড় ব্যাংক কেলেঙ্কারি। আমাদের জন্য এটা একটি শিক্ষণীয় মডেল। তবে এটা এড়িয়ে চলতে হবে।’

তিনি আরও বলেন, ‘ইসলামী ব্যাংকের যে নতুন বোর্ড গঠন করা হয়েছে, তাদের সঙ্গে বসব। তাদের আমি এক সপ্তাহ সময় দিয়েছি। তারা আমাদের একটি কর্মপরিকল্পনা দেবে। এখন আর বসে থাকার সময় নেই, কাজ করতে হবে এবং কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গেই কাজ করতে হবে। বোর্ড এখানে কোনো মালিক নয়, তাই তাদের সরকারের স্বার্থে, ব্যাংকের স্বার্থে এবং আমানতকারীদের স্বার্থে কাজ করতে হবে। বোর্ড দিয়েছি, দরকার হলে বোর্ড চেঞ্জ করব। প্রত্যেকেই যেন ইফেক্টিভলি এবং নির্মোহভাবে তাদের কাজ করে।

উল্লেখ্য, এস আলম গ্রু‌প ও তা‌দের স্বার্থসং‌শ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সব ব্যাংকের লেন‌দেন ঋণ স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট