“ভেজালের সমাহার”
মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব )
ভেজালের জালে আবদ্ধ সবে কোন নিস্তার নেই
অসাধু ব্যবসায়ীরা করছে ভেজাল- যা ইচ্ছে তাই।
পণ্যে ভেজাল খাদ্যে ভেজাল ভোগছি ভেজালের বিষে
ডাক্তার ভেজাল ঔষধ ভেজাল শান্তি পাব কিসে?
মিথ্যার দখল করতে নকল আছে সুনাম খ্যাতি
মিথ্যার সামনে দেখি কেবল-নিভে সত্যের বাতি।
কেনা কাটায় চোখ ফিরালে মিলবে অসঙ্গতি
বাড়িতে গিয়ে বুঝা যায়- কেনা পণ্যের দুর্গতি।
পরিবহন শ্রমিকের দাপটে যাত্রী হয়ে যায় বন্দী
যানবাহনে নিস্তার পাবে না যতই করবে সন্ধী।
ফলে ভেজাল মাছে ভেজাল মাংসেও ভেজাল আছে
ভেজাল থেকে মুক্তি পেতে যাবেন কারবা কাছে?
নিক্তির মাপের ভেজাল ধরা অতি কঠিন কাজ
রেহাই পাবে না ধনী গরিব হোক বা মহারাজ।
হোটেলে গিয়ে খাবার খেলে বিল যা করবে তাই
প্রতিবাদ করলে জনসম্মুখে-পড়তে হবে লজ্জায়।
ব্যাংক বীমা কোর্ট কাচারীতে ভেজালের ছড়াছড়ি
চোখে দেখবে কানে শুনবে সত্যের আহাজারি।
সারে ভেজাল বিষে ভেজাল ফসলের করুন হাল
সব ভেজালের ভিড়ে পুড়ে কৃষকদের কপাল।
নীতির জাতির হাতে যেদিন উড়বে সত্যের নিশান
সাধারন মানুষের মিটবে যন্ত্রণা দূর হবে পেরেশান
সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ,মোজাদ্দেদপুর, জালালাবাদ,বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।
Leave a Reply