বাংলাদেশ শিক্ষামন্ত্রণালয়ের অধীনে জাতীয় শিক্ষা শিক্ষা সপ্তাহ ২০২৪ইং এ চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদ্রাসা মহানগর পর্যায়ে ৫টি সফলতা অর্জন করে। ক্বিরাত ‘ক’ গ্রুপে শ্রেষ্ঠ হয় সায়মা ইয়াসমিন। হামদ-নাত, ‘গ’ গ্রুপে শ্রেষ্ঠ হয় শাফেউল মাহশর শেফা, শ্রেষ্ঠ শিক্ষার্থী (মাদ্রাসা)গ্রুপে মিশকাতুল জান্নাত,শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হওয়ার গৌরব অর্জন করে শাহানা আফরোজ, সিনিয়র শিক্ষক, শ্রেষ্ঠ গার্লস ইন স্কাউট ‘গ্রুপ’ হওয়ার গৌরব অর্জন করে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ‘স্কাউট গ্রুপ’।
গৌরবময় এ সফলতা জন্য মাদরাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ সরওয়ার উদ্দীন মহান আল্লাহ তা’আলা ও তাঁর প্রিয় হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দরবারে শোকরিয়া এবং মশায়েখ হযরাতে কেরাম, পরিচালনা পর্ষদ, শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
Leave a Reply