“শ্রমিকদের দাবী”
রচনায়ঃ মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব)
পরিশ্রম করে শ্রমিকরা মাথার ঘাম ফেলে
দু’মুঠো ভাত পরিবারের মুখে দিবে বলে।
অন্ন বস্ত্র মিলাতে পারলে সেইতো তাদের সুখ
কর্ম না পেলে মাথায় হাত মলিন থাকে মুখ।
পরিশ্রম শেষে ন্যায্য মজুরী হাতে না পেলে
অভাবী সংসারে তাদের দিন কিভাবে চলে?
শরীরের ঘাম শুকানোর আগে মজুরী দিলে
শ্রমিকের মন খুশি হবে মোদের নবী(স:) বলে।
অতিরিক্ত কাজ করিয়ে কভু সঠিক হিস্যা চাই
দায়ী হবে, না দিলে বেতন- দেখছে বিধাতায়।
শ্রমিক দিয়েই ধনী হয় সবে হয় আরও অগ্রগামী
হাড় ভাঙ্গা পরিশ্রম করে শ্রমিকরাই পশ্চাতগামী।
জীবন দিয়েছে অজস্র শ্রমিক অধিকার আদায়ের লক্ষ্যে
সুবিচারের রায় হয়েছে কভু বঞ্চিত শ্রমিকদের পক্ষে।
নারী-পুরুষ মেহনতী সবার- এটি সময়ের দাবী
সমান হিস্যা চাই সকলে আমরা শান্তিকামী।
শ্রমিকদের মূল্যায়ন করলে দিবে তারা সম্মান
অন্যায়ে সম্পদ গড়িলে কিন্তু তাহাই অপমান।
সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ,মোজাদ্দেদপুর, জালালাবাদ,বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।
Leave a Reply