এম এস শ্রাবণ মাহমুদঃ
বিকেএসপি কারাতে বিভাগ ১৪ টি স্বর্ণ, ৬টি রৌপ্য, ৭টি ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
উক্ত প্রতিযোগিতায় কোচ হিসবে দায়িত্ব পালন করেন বিকেএসপি কারাতে বিভাগের বিভাগীয় প্রধান সেনসি মোঃ সোলায়মান এবং কোচ সেনসি মোঃ হোসেন খান মুন।
উল্লেখযোগ্য পদক তালিকার মধ্যে দুইটি স্বর্ণ পদক অর্জন করে (১৪-১৫) ক্যাটাগরিতে কাতা ও কুমিতে (+৬৩ কেজি) মোঃ জুনায়েদ।
একটি স্বর্ণ ও একটি তাম্র অর্জন করে (১১-১৩) ক্যাটাগরিতে কাতা ও কুমিতে (-৫৫ কেজি) রাজন বিকাশ চাকমা। সিনিয়র একক কাতা মেহেদী হাসান জয় স্বর্ণ পদক। ৫৫ কেজি মোঃ সামিউল ইসলাম সাগর স্বর্ণ পদক।৬০কেজি মোঃ মাহিদুর ইসলাম দ্বীপ স্বর্ণ পদক। ৬৭ কেজি মোঃ সিয়াম হোসেন স্বর্ণ পদক। ৭৫ কেজি মোঃ ওমর ফারুখ স্বর্ণ পদক অর্জন করে।
Leave a Reply