আমিনুল হক রিপন, চট্টগ্রামঃ
গত ২৪ ঘন্টায় সিএমপি’র বিভিন্ন থানা পুলিশের বিশেষ অভিযানে ইপিজেড থানর আসামী ১। মোঃ নেজাম উদ্দীন (৩৮), ২। মোঃ আল আমিন (২৯), আকবরশাহ্ থানার আসামী ৩। বাঁশী আর্চায্য (৩৪), ৪। মোঃ জাবেদ হোসেন (৩৮), বন্দর থানার আসামী ৫। মোঃ নাহিদুল হক (২৮), চান্দগাঁও থানার থানার আসামী ৬। দেলোয়ার হোসেন (২৩), ৭। মিল্টন দাশ (৩৮), ৮। ফখরুল ইসলাম (৩০), ৯। মোঃ শাহীন (১৯), ১০। মোঃ মানিক @ রিয়াদ (২৮), ১১। মোঃ জাহাঙ্গীর (৩৬), ১২। মোঃ নুরুল আবছার (৫৩), পতেঙ্গা মডেল থানার আসামী পতেঙ্গা থানা ৪১ নং ওয়ার্ডের সহ সভাপতি ১৩। ওয়াহিদুল আলম মাস্টার (৭০), বাকলিয়া থানার আসামী ১৪। মোঃ আরিফ (২১), ১৫। মোঃ আব্দুল হান্নান (২৬), বায়েজিদ বোস্তামী থানার আসামী চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদপার্থী ১৬। মোঃ দিদারুল আলম চৌধুরী (৫০), ১৭। বাছেক উদ্দিন (২৮), কোতোয়ালী থানার আসামী ১৮। মোঃ শাকিব (২৫), ১৯। মোঃ রাজন (২৮), ২০। নাইম হোসনে (২০), ডবলমুরিং মডেল থানার আসামী ২১। মোঃ মাঈন উদ্দিন (১৮), ২২। মোঃ আরমুনুল হক (১৮), ২৩। কৃষ্ণ দেব (১৮), ২৪। মোঃ শাহ আলম পিংকু (৩১), পাহাড়তলী থানার আসামী ২৫। আনোয়ার হোসেন শান্ত (২৯), ২৬। তোফায়েল আহাম্মদ প্রঃ রিয়াজ(৩১), ২৭। মোহাম্মদ আলী (২৯), ২৮। মোঃ সোহেল (৩৫), ২৯। মাসুম প্র. বকলেস মাসুম (৩৭), হালিশহর থানার আসামী চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার ৫নং ওয়ার্ড কৃষকলীগের সেক্রেটারি ৩০। মো: সফিক (৩৮), ৩১। মোঃ মুরাদ (৩৩), ৩২। মোঃআলাউদ্দনি (৩৯), ৩৩। মোঃ সাইফুল (২৬), ৩৪। মোঃ তৌফিক এলাহী (২১), খুলশী থানার আসামী ৩৫। মোঃ নুরুল আফসার (৩৪), সদরঘাট থানার আসামী ৩৬। আব্দুর রহমান জুয়েল (২৩), চকবাজার থানার আসামী ৩৭। আবুল কালাম (৩৬), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের জয়েন্ট সেক্রটারী ৩৮। মোছাঃ শামিমা আক্তার (২৬), ৩৯। মোঃ ফয়সাল (২৬), আইনের সহিত সংঘাতে জড়িত শিশু ৪০। মোঃ সজিব (১৫) ও পাচঁলাইশ মডেল থানার আসামী ৪১। মোঃ বেলাল (২৮), ৪২। মোঃ রুবেল প্রকাশ সুমন (২০), সহ সর্বমোট ৪২ (বিয়াল্লিশ) জনকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, উপরোক্ত আসামীদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা সহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।