শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নমূলক প্রতিষ্ঠান হেলথ কার্ড বৃত্তি প্রকল্পের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ, সংবর্ধনা ও স্কলারশীপ প্রদান অনুষ্ঠান হেলথ কার্ড বিডি বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান শিক্ষাবিদ অধ্যক্ষ এম সোলাইমান কাসেমীর সভাপতিত্বে ও হেলথ কার্ড বাংলাদেশর ব্যবস্থাপনা পরিচালক ইমরানুল হক'র সঞ্চালনায় ৩১মে ২০২৪ (শুক্রবার) অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার-০১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল সৈয়দ ইবরাহিম বীরপ্রতীক বলেন, ‘বেসরকারি পর্যায়ে এটি অন্যতম বৃহত্তম বৃত্তি পরীক্ষা। আজকের এ অনুষ্ঠান মেধাবী শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও দৈনিক দেশের কন্ঠ পত্রিকার ব্যুরো চীফ অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন মেরিট বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইন্জিনিয়ার আরিফুর রহমান, লায়ন এ কে আজাদ, শহীদ ফয়সাল, ডাঃ মোহাম্মদ মহিউদ্দীন, অধ্যাপক এ এম রমিজ আহমেদ, ডাঃ বেলাল হোসেন উদয়ন প্রমুখ। অনুষ্ঠানে সেরা ১০জনসহ ২৩০ জন শিক্ষার্থীদেরকে মেধাবৃত্তি, সংবর্ধনা ও স্কলারশীপ প্রদান করা হয়।