"হযরত আলী(রাঃ)"
রচনায়ঃ মোহাম্মদ আব্দুল হাকিম(খাজা হাবীব )
কাবাগৃহে জন্ম নিলেন হযরত আলী (রা:) যার নাম
নবী(সা:)-এঁর জবান থেকে 'আসাদুল্লাহ্' খেতাব পান।
মা ফাতিমা(রা:) হাসান-হুসাইন (রা:) নবীর প্রিয়জন
হযরত আলী (রা:)সহ তাঁরা ছিলেন 'পাক পাঞ্জাতন'।
শেরে আলীর বিয়ে হয়েছিল জগত জননীর সাথে
যুবকদের সর্দার হাসান হুসাইন জন্ম নিলেন তাতে।
হিযরত কালে শুয়ে ছিলেন- নবীর বিছানায় রাতে
কাফিরেরা ধোকা খেয়েছিল হযরত আলীর সাথে।
ওহুদ প্রান্তে আহত রাসূলের সেবায় তিনি ছিলেন
সাহসী আলী (রা:) আখেরি নবীর প্রিয়পাত্র হলেন।
বদরের যুদ্ধে তিনি প্রথমেই করেছিলেন অস্ত্রধারণ
সে যুদ্ধে ঈমানদার মুসলমানগণ চুড়ান্ত বিজয়ী হন।
আমর বিন মারহাব ছিলেন- ইহুদী যোদ্ধাদের মহাবীর
খায়বার যুদ্ধে 'কারারে হায়দার' কেটেছিল তার শির।
মুসলমানদের চতুর্থ খলিফা হযরত আলী (রা:) ছিলেন
ইসলামের জন্য নিঃস্বার্থ জীবন তিনি বিলিয়ে দিলেন।
শেরে খোদা হযরত আলী (রা:) ছিলেন মহান নেতা
একুশে রমজান শহীদ হয়েছেন জানে মুসলিম শ্রোতা।
তাঁর পবিত্র মাজার শরীফ নাজাত শহরে বিদ্যমান
জিয়ারতে ইরাকে গমন করে দুনিয়ার বহু মুসলমান।
সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ,মোজাদ্দেদপুর, জালালাবাদ,বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।