"হজ্জ্ব পালন করি"
- মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব)
হজ্জ্ব পালন ফরজ জানি
আল্লা'র পঞ্চম বিধান
জীবনে একবার পালন
আছেন যা'রা সামর্থ্যবান।
সামর্থ্যবান অর্থে আর
সুস্থ দেহে যাহারা
আল্লার ঘর তাওয়াফ করিতে
হাজির হইবেন তাহারা।
'লাব্বাইক' আল্লাহুমা 'লাব্বাইক'
'লাব্বাইক' লা-শারিকা 'লাব্বাইক'
জিকিরে মুখরিত হাজীগণ
পবিত্র হইবেন তিনি নিষ্পাপ তখন।
ইহরাম বাঁধিতে হইবে
আয়েশা মসজিদ থেকে
হজ্জ্ব/ ওমরা'র উদ্দেশ্যে
যাইবে হেরেমের পাশে।
তাওয়াফ করিবেন কা'বা
মোট সাত বার
হযরতে আস্ওয়াদে
চুমিবে একবার।
তাওয়াফ শেষে মনোনিবেশে
মাক্বামে ইব্রাহিমের পাশে
দুই রা'কাত নফল নামায
আদায় করিবে মিলেমিশে।
সাফা মারওয়া 'সায়ি' করে
আখেরি মুনাজাত সারি
কবুল করুন মাওলা আপনি
আমরা তাওবাহ্কারী।
'মিনা'তে অবস্থান করা
সকল হাজীর কাজ
কষ্ট হইবে সেথায়
তাতে নাহি ভয় নাহি লাজ।
আ'রাফাতের ময়দানেতে
তাওবাহ্ কবুল হয়
সকল হাজী সাহেব সেথায়
যাইবেন নিশ্চয়।
মুজদালিফায় সকল হাজীর
একরাত্রি যাপন
খোলা আকাশের নীচে সবাই
করিতে সাধন।
কংকর নিক্ষেপ শেষে
মাথা করিবেন মুন্ঠণ
কুরবানী দিতে হইবে
পালাবে শয়তান।
সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ,মোজাদ্দেদপুর, জালালাবাদ,বায়েজিদ বোস্তামী,চট্টগ্রাম।