মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধিঃ
মহান স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রামের ইপিজেড থানা ও, ৩৯ নং ওয়ার্ড কমিটির উদ্যোগে ২৬ মার্চ বুধবার,রাত ১২:০১ মিনিটে মিছিল সহকারে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১সালের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।
২৬শে মার্চ বুধবার রাতে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে ৩৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপিজেড থানা বিএনপির সাবেক সিনিয়র সহ -সম্পাদক মোঃ জাবেদ আনসারী।
এতে আরো উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ শাহজাহান, যুগ্ম সম্পাদক মোঃ আলী, ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ শরীফ, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান পারুল, আব্দুর রহমান, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ নওশাদ সুমন রহমান, মোঃ সালাউদ্দিন, মোঃ রাসেল, সালাউদ্দিন কাদের (জনি), যুবদলের সাবেক আহ্বায়ক হুসনে মোবারক রিয়াদ, সদস্য সচিব মোঃ সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম, মোঃ আব্দুল্লাহ আল সাবা, মোঃ রিপন,ছাত্রদলের সদস্য সচিব মোঃ আকিব জাবেদ, সাজ্জাদ কবির রুপি, কৃষক দলের মোঃ শাহেদ আলী, মোঃ রনি,এইচ এম শাহানুর সহ বিএনপির অঙ্গসংগঠন যুবদল – ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল – শ্রমিকদল, কৃষকদল, তাঁতীদল ও জাসাস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দরা বলেন, স্বাধীনতার ৫৪ বছর পর এদেশের গণমানুষের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে এবং আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য নেতৃত্বে বিগত বছরে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, কিন্তু কিছু দোসর ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতনে সেই বীর মুক্তিযোদ্ধা পরিবারের উপর বর্বর হামলা ভাঙচুর অগ্নিসংযোগ সহ মিথ্যা বানোয়াট মামলা দিয়ে চরম হয়রানি করেছে।
আগামী দিনে জাতীয়তাবাদী দল বিএনপি তারণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আবার ও ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সম্পূর্ণ রুপে দেশ গড়তে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
Leave a Reply