আমিনুল হক রিপন, চট্টগ্রামঃ
আজ মহান স্বাধীনতা দিবস, স্লোগানে স্লোগানে রাঙিয়ে দিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যান এলাকা। স্বাধীনতার এই দিনে জিয়া তোমায় মনে পড়ে স্বাধীনতার ঘোষণা জিয়া লও লও লও সালাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একে ধারে একজন নায়ক ছিলেন দেশের মানুষের কাছে। শুরু থেকে শুরু করি যখন দেশ পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে গেল তখন দেশের মানুষ হাহাকার করছে তখন এদেশের নেতৃত্ব দেওয়ার জন্য একটা কন্ঠের প্রয়োজন ছিল সেই বেজে উঠলো বাংলাদেশ বেতারের মাধ্যমে আমি মেজর জিয়া বলছি তখন দেশের মানুষ কান পেতে শুনবো স্বাধীনতার ঘোষণা সেই থেকে শুরু বাংলাদেশের মানুষের অস্তিত্বের জন্য স্বাধীনতার যুদ্ধ এই যুদ্ধে বিজয় হয় বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন হয় পরবর্তীতে উনি চলে যায় ওনার চাকরিতে। কোন কিছু না ভেবে দেশের স্বার্থে আবার নিজ চাকরিতে চলে গেল চাকরি চলাকালে অবস্থাই শুনতে পাই দেশ আবার পরদেশী দেশ হাতে চলে যাচ্ছে ১৯৭৫ দেশকে যখন বিক্রি করার তাই ছিল কিছু বিজ্ঞপ্তি দেশদ্রোহী তাদের হাত থেকে কিভাবে দেশ বাঁচাবে সেই স্বাধীনতার ঘোষক আবার ওনার ঘোষণার মাধ্যমে বিপ্লব ঘটাই এবং দেশকে আবার জনগণের হাতে তুলে দেয় পরবর্তীতে উনি দায়িত্ব গ্রহণ করেন দায়িত্ব গ্রহণ করার সময় দেশকে কিভাবে উন্নয়ন করা যায়। দেশের জনগণের অধিকার কিভাবে আদায় করা যায় সেই পরিকল্পনা করে দেশের জনগণের মনের মাঝে একজন মাঝি হিসেবে একজন কৃষক হিসেবে স্থান পেয়ে যায় বাংলাদেশের জনগণের কাছে একজন কৃষক জিয়া হিসাবে নিজের পরিচিত লাভ করেন। এখনো কেউ ভুলতে পারছে না বিগত সরকার সেই স্বৈরাচার সরকার ১৭ বছর জিয়ার সৈনিকদেরকে নির্যাতন নিপন জেল জুলুম হত্যা গুণ সবকিছু মিলে একনায়তন্ত্র দেশ চালিয়েছিল তখন লক্ষ লক্ষ জিয়ার সৈনিক মামলার হামলার ভয় না পেয়ে রাস্তার সৈনিক হিসেবে রাস্তায় ছিল জনগণের স্বার্থের দেশের স্বার্থে জনগণের ভোটের অধিকারের জন্য রাজপথে ছিল এখনো আছে ইনশাল্লাহ জনগণের ভোটের অধিকার আদায় করা পর্যন্ত রাজপথে থাকবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিকরা। আজ মহান স্বাধীনতা দিবস এ দিবসকে স্মরণ করে রাখার জন্য চট্টগ্রাম মহানগর জাসাসের উদ্যোগে শহীদ দের প্রতি শ্রদ্ধা নিবেদন পুষ্পর্পণ করেন। চট্টগ্রাম মহানগর জাসাসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক লায়ন এম এ মুছা বাবলু আহ্বায়ক চট্টগ্রাম মহানগর জাসাস, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আমিনুল ইসলাম, সঞ্চালনায় সংগঠনের সদস্য সচিব মামুনুর রশিদ শিপন সদস্য সচিব চট্টগ্রাম মহানগর জাসাস। আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আখতার খান, রানা ভাই, দোস্ত মোহাম্মদ ভাই, আলী আজম চৌধুরী, শেখ জামিল হোসেন, ফজলুল হক মাসুদ, মহিউদ্দিন জুয়েল, জাহেদ কায়সার (সাংবাদিক) বন্দর থানা, মোহাম্মদ সালাউদ্দিন খুলশী থানা, আওলাদ হোসেন চকবাজার থানা, আফরোজা জলি বাকলিয়া থানা, মোহাম্মদ শাহেদ পাঁচলাইস থানা, পাহাড়তলী থানা রাসেল মোস্তফা, শারমিন বাউল বাইজিদ থানা।