পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৯ মার্চ রোজ শনিবার সকালে চট্টগ্রাম বন্দরনগরীর ৩৮ নং ওয়ার্ডে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত দুই টাকায় স্কুলের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান রোটারিয়ান এস এম আজিজ।
বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের মহিলা সম্পাদিকা সামসুন নাহার সামু, দুই টাকায় স্কুলর শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস মীম।
এই সময় শিশুদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে নতুন পোশাক, খাদ্যসামগ্রী এবং প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ কালে ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা বলেন, আমাদের লক্ষ্য ছিল এই শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের জীবনে সুখের মুহূর্ত উপহার দেওয়া।
এই সময় ফাউন্ডেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শিশুদের অভিভাবকরা বলেন, এই ধরনের সহযোগিতা আমাদের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ। তাই এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার বিষয়ে আশা ব্যক্ত করেন তারা।