আনোয়ার হোছাইন, (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাজহারুল ইসলাম চৌধুরী'র সভাপতিত্বে বক্তব্য রাখেন, নাইক্ষ্যংছড়ি থানার সেকেন্ড অফিসার মুহাম্মদ ইউনুছ, মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস, এনএসআই'র সহকারী পরিচালক (এডি) মোহাম্মদ হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ও প্রেসক্লাব'র প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ, সাংবাদিক আব্দুর রশিদ, ১১ বিজিবি অধিনায়কের পক্ষে সুবেদার মোহাম্মদ ইদ্রিস ও ৩৪ বিজিবি অধিনায়কের পক্ষে সহ সুবেদার আবদুল জলিল প্রমুখগণ।
সভায় বক্তারা বলেন, নাইক্ষ্যংছড়ি সীমান্ত'র ফুলতলী এলাকার মুফিজুর রহমান নামের এক বাংলাদেশী'কে (কাঠুরিয়া) মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি'র সদস্যরা ধরে নিয়ে গেছে ৮ দিন। যেভাবেই হোক তাকে রাষ্ট্রীয় সহযোগিতায় ফিরিয়ে আনতে হবে এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে সভায় বক্তারা জোর দাবি তোলেন।
এছাড়াও সীমান্তে মাইন বিস্ফোরণ, ভোটার সংশ্লিষ্ট বিষয় নিয়ে জটিলতা, বাইশারীতে বিজিবি'র টহল, দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে ৩ শত রাউন্ড গোলাগুলির ঘটনা, রাবার বাগানে চুরি-ডাকাতি, পুলিশ তৎপরতা বৃদ্ধি সহ আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সভায় ব্যাপক আলোচনা করা হয়।
উক্ত সভায়, সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, জনসচেতনতা সৃষ্টির মাধ্যমেই সীমান্তে চোরাচালান বন্ধ করা সম্ভব।
জনসচেতনতা ছাড়া বিজিবি ও প্রশাসনের শত চেষ্টা ফলপ্রসূ হবে না বলেও দাবী করেন ইউএনও।
নির্বাহী অফিসার (ইউএনও) আরো বলেন, পাহাড় কাটা ও মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পাশাপাশি বিজিবি ও পুলিশকেও ভূমিকা রাখতে হবে।
অন্যদিকে, আইন শৃঙ্খলা কমিটির সভার পরপরই উপজেলার মাসিক সাধারণ সভা, চোরাচালান বিরোধী কমিটির সভা, মাদকদ্রব্য প্রতিরোধ ও দ্রব্যমূল্য কমিটির সভাসহ বেশ কয়েকটি সভা অনুষ্ঠিত হয়।