স্টাফ রির্পোটার:
জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন দল আত্মপ্রকাশ পেয়েছে আজ।দলের নাম গণতান্ত্রিক ছাত্রসংসদ।কিন্তু নতুন ছাত্র সংগঠনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট প্রাধান্য পেয়েছে ও তাদের প্রতি বৈষম্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষে কাজ করা ছাত্ররা অভিযোগ করেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীদের উপর হামলা করেন।মেয়ে শিক্ষার্থীরা সিন্ডিকেট,ভেঙ্গে দাও গুড়িয়ে দাও,স্লোগান দিতে থাকেন।বেসরকারি শিক্ষার্থীরা বলেন” জুলাইয়ে গণঅভ্যুত্থানের সময় যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আন্দোলন চালিয়ে নিয়ে যায়। আরো বলেন- নতুন দলের কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বৈষম্য তারা করেছে এটা মানি না। তারা কীভাবে এটা করে?”এ নিয়ে প্রশ্ন তোলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বিক্ষোভরত শিক্ষার্থী।
সম্প্রতি সমন্বয়ক নাহিদ ইসলাম রাজনৈতিক দলে যোগদানের উদ্দেশ্যে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন।আর আজ নতুন দল প্রকাশের দিনের ছাত্রদের মধ্যে বিভাজন দেখা দেয়।নতুন এই রাজনৈতিক দল জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিদান কতটুকু দিতে পারে,সেটা সময়ই বলে দিবে।
Leave a Reply