" সিজদাহ্ "
-মুহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব)
ওজু থাকিতে হইবে
সর্ব প্রথম কাজ
আল্লাহ্ কে সিজদাহ্ দিতে
নামাযে এসো আজ।
নামাযে আহ্কাম-আরকান
ফরজ তব হয়
সিজদাহ্ শ্রেষ্ঠ ফরজ
জানিবে নিশ্চয়।
শরীর পাক, পোষাক পাক,
জায়গা পাক হইলে
আল্লাহ্ তা'য়ালার উদ্দেশ্যে
সিজদাহ্ দেওয়া চলিবে।
ছতর ঢাকা, নিয়ত করা
নিয়মিত কাজ
তাকবীরে -তাহরিমা
আর সুন্নতি সাজ।
নাক, কপাল, হাত, হাঁটু-পা
ভূমে আদিষ্ট থাকিবে
হাত পায়ের বিশটি আঙ্গুল
ক্বিবলামুখী হইবে।
ক্বিবলা দিকে মুখমন্ডল
সোজা রাখিবে যখন
বিশুদ্ধ চিত্তে আল্লার
তাসবীহ্ জপিবে তখন।
সিজদাহ্-রুকুতে গিয়া
বে-খিয়াল হইলে
সকল বিফল হইবে
নামায যাইবে চলে।