নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
আলোচিত বাইশারী-ঈদগড় সড়কে প্রায় সাত-আট বছর পর দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
সোমবার (২৪ মার্চ) বিকাল আনুমানিক ৩ টার দিকে বাইশারী-ঈদগড় সড়কের ফইরর ঝিরি ঢালা নামক স্থানে এ ডাকাতির ঘটনা ঘটে।
জানা যায়, বাইশারী-ঈদগড় সড়কের দক্ষিণ করলিয়ামুরা ফইরর ঝিরি ঢালা নামক জায়গায় একটি মহিষ বোঝাই ট্রাক বাইশারী থেকে ঈদগাহ যাওয়ার পথে দিন দুপুরে ৬-৮ সদস্যবিশিষ্ট দেশীয় অস্ত্র সজ্জিত ডাকাত দল হামলা চালায় এবং ভিকটিমকে গান পয়েন্টে নিয়ে দুটি ফায়ার করে। এসময়, তারা প্রায় ৩ লাখ টাকা দামের একটি মহিষ ও ৭০ হাজার টাকা নগদ অর্থ লুট করে নিয়ে দ্রুত জঙ্গলে পালিয়ে যায়। ডাকাতদের মধ্যে ৪ জনের হাতে ৪ টি আগ্নেয়াস্ত্র ছিল বলে সুত্রে জানা যায়, যা তাদের হামলাকে আরও ভয়াবহ করে তোলে। এই ঘটনায় জনমনে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে।
এদিকে ঘটনার বিষয়ে পুলিশ বলছে, ঘটনার তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।