নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
আলোচিত বাইশারী-ঈদগড় সড়কে প্রায় সাত-আট বছর পর দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
সোমবার (২৪ মার্চ) বিকাল আনুমানিক ৩ টার দিকে বাইশারী-ঈদগড় সড়কের ফইরর ঝিরি ঢালা নামক স্থানে এ ডাকাতির ঘটনা ঘটে।
জানা যায়, বাইশারী-ঈদগড় সড়কের দক্ষিণ করলিয়ামুরা ফইরর ঝিরি ঢালা নামক জায়গায় একটি মহিষ বোঝাই ট্রাক বাইশারী থেকে ঈদগাহ যাওয়ার পথে দিন দুপুরে ৬-৮ সদস্যবিশিষ্ট দেশীয় অস্ত্র সজ্জিত ডাকাত দল হামলা চালায় এবং ভিকটিমকে গান পয়েন্টে নিয়ে দুটি ফায়ার করে। এসময়, তারা প্রায় ৩ লাখ টাকা দামের একটি মহিষ ও ৭০ হাজার টাকা নগদ অর্থ লুট করে নিয়ে দ্রুত জঙ্গলে পালিয়ে যায়। ডাকাতদের মধ্যে ৪ জনের হাতে ৪ টি আগ্নেয়াস্ত্র ছিল বলে সুত্রে জানা যায়, যা তাদের হামলাকে আরও ভয়াবহ করে তোলে। এই ঘটনায় জনমনে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে।
এদিকে ঘটনার বিষয়ে পুলিশ বলছে, ঘটনার তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
Leave a Reply