সমাজ বিনির্মাণে সবসময় ভালো কাজে নিজেকে বিলিয়ে দিবো - গনী মিয়া বাবুল
২৩ এপ্রিল রোজ শনিবার বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট কলাম লেখক ও গবেষক লায়ন মোঃ গনী মিয়া বাবুলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলী।
এই সময় গণী মিয়া বাবুল বলেন, সমাজ বিনির্মানে সবসময় ভালো কাজের সাথে নিজেকে বিলিয়ে দিবো।
কেননা যুগে যুগ থাকবে কিন্তু আমরা থাকবো তবে আজ যেই ভালো কাজ করে যাবো সেগুলো থাকবে। তাই মানুষ হিসেবে সবসময় চেষ্টা করি ভালো কাজের সাথে থাকার।
তিনি আরও বলেন, এই ভালো কাজের অংশ হিসেবে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনও তাদের কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আমার জানামতে এই ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত বিনামুল্যের একটি স্কুল আছে শুনে আমি খুবই মুগ্ধ হয়েছি। যা ভূয়সী প্রশংসার দাবিদার।
এই ধরনের কার্যক্রমের সাথে সবসময় থাকবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
এই সময় বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলী বলেন,
সমাজ পরিবর্তন করতে হলে একার পক্ষে সম্ভব নয় তাই লায়ন গনী মিয়া বাবুলদরের মতো আলোকিত মানুষ প্রয়োজন। তাই আমার বিশ্বাস এই আলোকিত মানুষদের সাথে নিয়ে অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষের কল্যাণে সবসময় কাজ করে যাবো।
তিনি আরও বলেন, এই আলোকিত মানুষগুলো যদি আমাদের সাথে থাকে তাহলে অচিরেই অসহায় মানুষের কল্যানে সুফল বয়ে নিয়ে আসবে বলে আমার বিশ্বাস।
এই সময় সাংগঠনিক অনেক বিষয় নিয়ে পারস্পরিক আলাপ আলোচনা হয়।