নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
আলোচিত ঈদগড়-ঈদগাঁও সড়কে গাড়ি থামিয়ে মিজানুর রহমান আজিজী নামের এক যুবকে অপহরণ করেছে দুর্বুত্তরা।
মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৮টায় সড়কের হিমছড়ি নামক ঢালায় এ অপহরণের ঘটনা ঘটে।
অপহৃত আজিজুর রহমান ঈদগড় ইউনিয়নস্থ ৫নং ওয়ার্ড কাটাজঙ্গলের বাসিন্দা। তিনি স্থানীয় একটি মসজিদের ইমামের দায়িত্ব রয়েছেন বলে জানা যায়।
স্থানীয়রা জানায়, ঈদগড় থেকে তিনি সিএনজি যোগে ঈদগাঁও যাচ্ছিলেন। প্রতিমধ্যে ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি নামক ঢালায় সড়কে ব্যারিকেড় দিয়ে সিএনজিতে থাকা যাত্রীদের মারধর ও লুটপাট করে মিজানকে পাহাড়ে তুলে নিয়ে যায়। এ ঘটনায় জনমনে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। চরম নিরাপত্তার ঝুঁকি নিয়ে পথচারীদের চলাচল করতে হচ্ছে বলেও জানান স্থানীয়রা। সড়কে ডাকাতি ও অপহরণ বানিজ্য বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, ঈদগাও-ঈদগড় সড়কে থেমে নেই ডাকাতি ও অপহরণ বানিজ্য। দুর্ধর্ষ ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটেছে প্রতিনিয়ত। সর্বশেষ তথ্য মতে, সড়কের হিমছড়ি নামক ঢালা থেকে জাগের হোসাইন নামের এক গরু ব্যবসায়িকে অপহরণের চব্বিশ ঘন্টা পর মুক্তিপণ আদায় করে ছেড়ে দেয় দুর্বৃত্তরা।