ইসমাইল ইমনঃ
চকবাজার ওয়ার্ড আওতাধীন জয়নগর আবাসিক এলাকায় চকবাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিনের বাসভবনে দেব পাহাড় এলাকার করোনাকালীন কষ্টে থাকা শতাধিক কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে মাননীয় শিক্ষা উপমন্ত্রী চট্টলরত্ন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এম পি এর পক্ষ হতে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহাবুদ্দিন আহমেদ, চকবাজার থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আনসারুল হক, মহিলা কাউন্সিলর রুমকি সেন গুপ্ত, চকবাজার থানা আওয়ামী লীগের মহিলা সম্পাদক অনিমা কামাল, পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এম এ হান্নান, যুবলীগ নেতা সজল মিয়া, মহানগর ছাত্রলীগ নেতা অমিত মজুমদার(নয়ন),শাহদাত টিপু,চকবাজার থানা ছাত্রলীগের সহ-সভাপতি বন্ধন সেন প্রমুখ।