নিজস্ব প্রতিবেদক :
দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া হিলফুল ফুজুল একতা সংঘ’র বার্ষিক সম্মেলন ও মতবিনিময় সভা বড়হাতিয়া আইডিয়াল ইবতেদায়ী মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মাওলানা মহিউদ্দিন হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বক্তব্য রাখেন বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জুনাইদ চৌধুরী, সমাজসেবক শাহ আলম, মাওলানা ছরোয়ার কামাল, মাওলানা শাহাদাত হোসাইন, মাওলানা ছিদ্দিক হোসাইন, মাওলানা আলমগীর, জাহাঙ্গীর আলম,শফিকুল ইসলাম, মিছবাহ রিয়াজ প্রমুখ।
বক্তারা হিলফুল ফুজুল একতা সংঘ’র সমাজ উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও তাদের এসব উন্নয়ন মূলক কার্যক্রমে পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন। এছাড়াও উপস্থিত ছিলেন এডভোকেট জমির উদ্দীন, জালাল উদ্দীন, সৈয়দ নুর, নুরুল আমিন, শহিদুল ইসলাম, হাসান জুয়েলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্মেলনে সংগঠনের উপদেষ্টা ফখরুল ইসলাম সাঈদী আগামী এক বছরের জন্য ইঞ্জিনিয়ার সোহেলকে সভাপতি ও শফিকুল ইসলাম মাসুদকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের কমিটি ঘোষণা করেন। নব-নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক অতীতের ন্যায় তাদের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
Leave a Reply