নিজস্ব প্রতিবেদক :
দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের কালোয়ার পাড়া গ্রামের বায়তুল মামুর জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের সালাত আদায় করার পর সালাত আদায়কারী সকল শিশু-কিশোরদের মাঝে এমএসকে ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার (নতুন টাকা) বিতরণ করা হয়।
এমএসকে ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা এম সোলাইমান কাসেমী শিশু-কিশোরদের মসজিদের প্রতি আগ্রহী করতে বিশেষ এ উদ্যোগ নিয়েছেন বলে জানান। তিনি আরো বলেন, শিশু-কিশোরদের মসজিদে নিয়মিত জামাতের সাথে সালাত আদায় ও কোরআন শিক্ষার প্রতি আগ্রহী করতে বিশেষ এ উদ্যোগ নেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাসেম, মেধাবী সংগঠক মোহাম্মদ তাওহীদুল ইসলাম, হাফেজ মুহাম্মদ ইমন চৌধুরী, মোহাম্মদ শহিদুল ইসলাম, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ শফি প্রমুখ। ঈদ উপহার নতুন টাকা পেয়ে শিশু-কিশোরদের খুবই উচ্ছ্বসিত দেখা গেছে। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
Leave a Reply