শুক্রবার পটিয়ার অন্যতম সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন "রক্তের বন্ধনে পটিয়া" র ২য় বর্ষপূর্তি উপলক্ষে চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ে "রক্তের বন্ধনে পটিয়া মেধা বৃত্তি পরিক্ষা ২০২২" অনুষ্ঠিত হয়।এতে পটিয়ার ৭টি বিদ্যালয় ও মাদরাসার প্রায় ১৪০জন ছাত্রছাত্রী অংশগ্রহন করেন। প্রথমবার হওয়ায় অল্প সংখ্যক ফরম বিভিন্ন বিদ্যালয়ে দেওয়া হয়।এতে পরিক্ষা নিয়ন্ত্রক হিসেবে সংগঠনের প্রধান উপদেষ্টা লায়ন মোঃ আবু সালেহ দায়িত্ব পালন করেন। পরিক্ষা পরিচালনা করেন মেধা বৃত্তি পরিক্ষা পরিচালনা কমিটির আহবায়ক শাহেদুল ইসলাম,সদস্য সচিব মহিউদ্দিন সজিব, সদস্য সায়েম বিন মামুন,মোঃ সেলিম,মিরাজ মাহবুব।সার্বিক তদারকিতে ছিলেন প্রতিষ্ঠাতা আসহাব উদ্দীন, সভাপতি আবুল হাশেম রাব্বু,সাধারণ সম্পাদক রেজাউল আজিম,আমির হোসেন,মিজানুর রহমান,শাহাদাত হোসেন ফাহিম,ফাহাদ বিন রনি,জাওয়াদুল আলম ও তানাশ চৌধুরী।উপস্থিত ছিলেন উপদেষ্টা মোঃ মনসুর আলম,সিনিঃসহ সভাপতি রিয়াদ মোর্শেদ,চরকানাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এস এম শুক্কুর,মোঃ ইউসুফ,শাহ আলম প্রমুখ।পরিক্ষা শেষে পরিক্ষা নিয়ন্ত্রক ও প্রধান উপদেষ্টা অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন।তিনি পরিক্ষায় অংশগ্রহনের জন্য সবাইকে ধন্যবাদ জানান ও ভবিষ্যতে এরকম বড় আয়োজনের লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন।