প্রেস বিজ্ঞপ্তিঃ
অসহায় ও সুবিধা বঞ্চিতদের মাঝে মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির পক্ষ থেকে ধারাবাহিক বিতরণের ১৫ তম বর্ষে ঈদ উপহার হিসেবে শাড়ি লুঙ্গি পাঞ্জাবি ও আর্থিক অনুদান বিতরণ আজ ২৬শে মার্চ দুপুরে নগরীর আগ্রাবাদ অঞ্চলে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মতিউর রহমান সৌরভ এর সার্বিক তত্ত্বাবধানে এই মানবিক কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কমিটির কার্যকরী সভাপতি আলহাজ্ব লায়ন মোহাম্মদ আলমগীর, সিনিয়র সহ-সভাপতি ও বিতরণ পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবুল কাশেম, সিনিয়র সহ-সভাপতি এস এম সাহাব উদ্দিন, সহ-সভাপতি লায়ন শামসুজ্জামান সুমন, বিতরণ পরিষদের সদস্য সচিব লায়ন হাজী হাবিবুল্লাহ চৌধুরী স্বপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোখলেছার রহমান, নুর নবী রাজু, সাংগঠনিক সম্পাদক ডা: মীর হোসেন মাসুম, অর্থ সম্পাদক মোঃ আব্দুল কাদের, আকবরশাহ থানা কমিটির সভাপতি মোঃ জানে আলম এবং তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন, আই এম সম্পাদক মোঃ জাকির হোসেন টিটু,যুগ্ম সমবায় সম্পাদক মোঃ ইব্রাহিম,যুগ্ম পরিকল্পনা সম্পাদক মোহাম্মদ আলী
বক্তারা বলেন, মানবিক কর্মকান্ড ও মানবতার সেবায় নিজেকে আত্মনিয়োগ করার মাধ্যমে মানসিক প্রশান্তি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় । অসহায় মানুষের প্রতি সহযোগিতা সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়া আমাদের নৈতিক কর্তব্য।
মানবাধিকার নেতৃবৃন্দ আরো বলেন,
ঈদকে সার্বজনীন করতে উদ্যোগ নিতে হবে ধনী শ্রেণির মানুষদের। কারণ ধনীদের সম্পদে গরিবের যে হক রয়েছে তা সঠিকভাবে পরিশোধ করা হলেই ঈদ হবে সার্বজনীন।