লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটির আয়োজনে ও গোল্ডেন সিটি লিও ক্লাবের সহযোগিতায় ১৭ জুলাই বুধবার নগরীর আগ্রাবাদস্থ সিডি এ ১৪ নম্বর এলাকার
এদারাতুল মা’আরিফ কোরআন মাদ্রাসায় শিক্ষাথীদের মাঝে মৌসুমী ফল,শুকনা খাবার ও বৈদ্যুতিক ফ্যান বিতরণ করা হয়। ডায়নামিক সিটি লায়ন্স ক্লাব সভাপতি লায়ন বিপুল কুমার বল এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর জেলা গভর্ণর লায়ন কোহিনুর কামাল পি.এম.জে.এফ, ১ম ভাইস জেলা গভর্ণর লায়ন মোসলেহ উদ্দিন খান এম.জে.এফ, ২য় ভাইস জেলা গভর্ণর লয়ান কামরুজ্জামান লিটন এম.জে.এফ, ক্যাবিনেট ট্রেজারার লায়ন ইমতিয়াজ ইসলাম পি.এম.জে.এফ, জেলা জিএলটি লায়ন আনিসুল হক চৌদুরী, রিজিয়ন চেয়ারপার্সন ও ক্লাবের প্রাক্তন সভাপতি লায়ন আফরোজা বেগম, প্রাক্তন সভাপতি লায়ন আব্দুল মান্নান, ক্লাব সেক্রেটারি লায়ন সাইফুল ইসলাম তপু, ক্লাব ট্রেজারার লায়ন পুলিন চন্দ্র ঘোরামী, লায়ন অনিক চন্দ্র শীল, লায়ন টিটন চৌধুরী, লায়ন এডভোকেট মোখলেসুর রহমান, লিও ক্লাব সভাপতি লিও সানজানা দিল আফরোজ, ক্লাবের প্রাক্তন সভাপতি লিও মাহী বিন জামান, ক্লাব সহ সভাপতি লিও তুহিন অভি সহ আরো লায়ন্স ও লিও নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ লায়ন্স ক্লাবের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং দুস্ত মানুষের সেবায় আরো কাজ করার জন্য অনুরোধ করেন। পুরো কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডায়নামিক সিটি লায়ন্স ক্লাবের উপদেষ্টা লায়ন শওকত আলী চৌধুরী এমজেএফ।
Leave a Reply