1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১০:০০ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে সিএনজি অটোরিকশা উল্টে বৃদ্ধ দম্পতি আহত লোহাগাড়ায় শিশু-কিশোরদের মসজিদমুখী করতে ঈদ উপহার বিতরণ লোহাগাড়ায় হিলফুল ফুজুল একতা সংঘ’র বার্ষিক সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বোয়ালখালী মেধস আশ্রমে বাসন্তী পূজা, ভক্তদের ঢল ঈদগাঁতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মানববন্ধন চাটগাঁ ভাষা পরিষদের উপ-কমিটি গঠন ও নিয়মিত সভাসহ বিষয়ভিত্তিক মতবিনিময় মাইজভাণ্ডার শরীফ গাউসিয়া হক মনজিলে মহান ২২ চৈত্র উরস শরীফের আনুষ্ঠানিকতা শুরু অভয়নগরে ঈদ মেলায় ফুচকা খেয়ে অসুস্থ হওয়ার ঘটনায় জড়িত ফুচকা দোকানি গ্ৰেফতার। কোটার আন্দোলনের আড়ালে রাষ্ট্র দখলের ষড়যন্ত্র চলছেঃ মোস্তাক আহমেদ খাঁন সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রা‌মে কনসার্ট এর আ‌য়োজন।

মাইজভাণ্ডার শরীফ গাউসিয়া হক মনজিলে মহান ২২ চৈত্র উরস শরীফের আনুষ্ঠানিকতা শুরু

  • সময় শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৪ পঠিত

মহান ২২ চৈত্র গাউসুল আজম বিল বিরাসাত হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (কঃ) র ৮৯তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ মাইজভাণ্ডার শরীফ গাউসিয়া হক মনজিল এ যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে। অদ্য ২১ চৈত্র,৪ঠা এপ্রিল, দুপুর ৩টায়, গাউসুল আজম হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (কঃ), গাউসুল আজম বিল বিরাসাত হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (কঃ),অছিয়ে গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ) হযরত সৈয়দ দেলাওয়ার হোসাইন মাইজভাণ্ডারী (কঃ) এবং মারজাল বাহরাইন, মাজমাউল বাহরাইন বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)-র পবিত্র মাজার শরীফে আতর, গোলাপ সুগন্ধি পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে আওলাদে গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ) রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ)-র সদারতে উরস শরীফের আনুষ্ঠানিকতা আরম্ভ হয়েছে।

পবিত্র মাজার শরীফ সমূহে আতর-গোলাপ-পুষ্পার্ঘ্য অর্পণ ও জিয়ারত শেষে তিনি মাইজভাণ্ডার শরীফ গাউসিয়া হক মনজিল-এর কেন্দ্রীয় মিলাদ কিয়াম ও মোনাজাত এ অংশগ্রহণ করেন। মুনাজাতে তিনি বলেন,
“মহান ২২ চৈত্র- হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারী (ক.) কেবলা কাবা-র বেলায়তের বাগানের সর্বোত্তম ফুল,গাউসুল আজম বিল বিরাসাত, কুতুবুল আকতাব শাহসূফি সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (কঃ) কেবলা কাবা ‘র মহান ওরশ মোবারক। এই ওরশ মোবারককে সামনে রেখে ত্বরিকার ঐতিহ্য অনুসারে,হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ)-র এই দরবারের ঐতিহ্য অনুসারে,হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ)-র দরবারে,বাবা ভাণ্ডারী কেবলা আলম-এর দরবারে,
অছি এ গাউসুল আজম মাইজভাণ্ডারী(কঃ)-র দরবারে, শাহানশাহ হক ভাণ্ডারী (ক.)-র কদমে আমরা হাজির হয়েছি।” তিনি আতর গোলাপ নিয়ে-সুগন্ধি সুসজ্জিত করে এই পবিএ রওজা শরীফের খেদমত করার তৌফিক প্রদানের জন্য মওলা রব্বুল আলামিনের দরবারে অগণিত শোকরিয়া আদায় করেন। তিনি সকলের এই পবিত্র ওরশে পাকে হাজেরীকে সকলের জন্য গুনাহের-তওবার উসিলা হিসাবে কবুল করার জন্য, এই হাজেরীর ভূল-ত্রুটি ক্ষমা করার জন্য, সকলের গুনাহ-খাতা ক্ষমা করার জন্য এবং এই পবিত্র ওরশ মোবারককে কেন্দ্র করে আশেক- ভক্ত-জায়েরীন-মুহিব্বিন- আশেকিন যারা দূর দূরান্ত হতে হাজির হবার আশা পোষণ করেছেন,সকলে যাতে আরজু মোতাবেক দরবারে হাজির হতে পারে- সেই তৌফিক দান করার জন্য ফরিয়াদ করেন। তিনি এই পবিত্র ওরশ মোবারক উপলক্ষে যা কিছু এন্তেজাম হয়েছে, সমস্ত এন্তেজামকে কবুল করার জন্য এবং যে সমস্ত কর্মসূচিগুলো প্রণীত হয়েছে,সে সমস্ত কর্মসূচীগুলোকে কবুল করার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। এই পবিত্র ওরশ মোবারকের বারাকাত-নেয়ামত সকলের উপর মঞ্জুর করার জন্য, এই পবিত্র দিনের বরকতে-উছিলায় সকল আশেক ভক্তের উপর আল্লাহর অফুরন্ত রহমত বর্ষণ করার জন্য, সকলের রিজিকের উপর বরকত দান,শারীরিক সুস্থতা ও পারিবারিক শান্তি দান করার জন্য এবং সকলকে একটি মর্যাদাপূর্ণ জীবন দান করার জন্য আল্লাহর দরবারে আকুল ফরিয়াদ জানান।

পরবর্তীতে তিনি পবিত্র উরস শরিফে আগত অগণিত আশেক ভক্ত জায়েরীণদের সাক্ষাৎ প্রদান করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট