বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কানুনগোপাড়া বল বাড়িতে মঙ্গলবার (২২ এপ্রিল) গভীর রাতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির সময় দীপাকর বলের পুত্র অর্পন বল (২৪) গুরুতর আহত হন।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে প্রবাসী দীপাকর বলের বাড়িতে ৭-৮ জনের একটি ডাকাত দল হানা দেয়। ডাকাত দলের সদস্যরা ঘরের প্রধান দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে। তারা তিনজন ভিতরে ঢুকে অর্পন বল ও তার মা পলি বলকে হাত-পা বেঁধে ফেলে এবং লোহার রড দিয়ে অর্পনের মাথায় আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় অর্পনকে ভোর ৪টার দিকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়। বুধবার তার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।
ভুক্তভোগী পলি বল জানান, ডাকাত দলের সদস্যদের বয়স আনুমানিক ২৫ বছরের নিচে। তাদের একজনের মুখে মাস্ক ছিল না। ডাকাতদের কাছে ধারালো অস্ত্র ও ‘ফাইফ গান’-এর মতো একটি অস্ত্র ছিল।
ডাকাতরা বাড়ি থেকে প্রায় ৭ ভরি স্বর্ণালঙ্কার, সাড়ে তিন লক্ষ টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। প্রায় এক ঘণ্টা ধরে তারা ঘরের ভেতরে অবস্থান করে বলেও জানান তিনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সঞ্জয় সেন বলেন, ভোর ৫টার দিকে মাথায় গুরুতর জখম নিয়ে আসা অর্পন বলকে চিকিৎসা দেওয়া হয়েছে। এরপর উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।
দুপুর ১২টার দিকে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a Reply