বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া সড়কে ট্রাক থেকে পড়ে থাকা মাটির কারণে অল্প বৃষ্টিতে সড়কটি পিচ্ছিল হয়ে পড়ে। ফলে ওই এলাকায় সড়ক দুর্ঘটনার আশঙ্কা বেড়ে গেছে।
শুক্রবার (১৮ এপ্রিল) অলিবেকারী এলাকায় রাত ১১টার দিকে পিচ্ছিল কাদায় নিয়ন্ত্রণ হারিয়ে দুইটি টেম্পুর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন এক দম্পতি।
আহতরা হলেন, চট্টগ্রাম শহরের পাথরঘাটা এলাকার মৃত নরনী তালুকদারের ছেলে সুজন তালুকদার (৪৫) এবং তার স্ত্রী রুমি চৌধুরী (৩৫)।
স্থানীয়দের ভাষ্যমতে, চলন্ত ট্রাক থেকে পড়ে যাওয়া মাটি ও তার ওপর জমে থাকা বৃষ্টির পানি সড়কটিকে খুবই পিচ্ছিল করে তোলে। এই পরিস্থিতিতে যানবাহন চালাতে গিয়ে চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। এরই ধারাবাহিকতায় এই দুর্ঘটনা ঘটে।
আহত দম্পতিকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন জানান, “আহত অবস্থায় এক দম্পতিকে আনা হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।”