আমিনুল হক রিপন, চট্টগ্রামঃ
বীর চট্রলার কৃতি সন্তান মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক, “নেতাদের নেতা’’ খ্যাত গন মানুষের অবিসংবাদিত জাতীয় নেতা ,বিনয়ী , প্রাজ্ঞ ও সজ্জন রাজনীতিবিদ বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রি বীর মুক্তিযোদ্ধা জননেতা আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে শোকাহত বীর চট্রলার আপামর জন সাধারন । শুক্রবার,২৮শে ফেব্রুয়ারি ২০২৫ ,সাবেক মন্ত্রী, বি.এন.পি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধার জানাযার নামাজ চট্টগ্রামের ঐতিহাসিক জামিয়েতুল ফালাহ জামে মসজিদ ময়দানে লক্ষ লক্ষ মুসল্লীর অংশ গ্রহণে অনুষ্ঠিত হয়। মহান আল্লাহ বীর চট্রলার কৃতি সন্তানকে জান্নাতুল ফেরদাউস দান করুন । না ফেরার দেশে চলে গেলেন চট্টগ্রামের গণমানুষের নেতা, একজন নির্লোভ দেশ প্রেমিক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজনীতির মাঠ থেকে একজন ভালো রাজনৈতিক নেতার বিদায়ে যে শুন্যতা তা অপুরণীয়। মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয় । সেই সাথে শোকহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয় । জানাযার নামাজ শেষে চট্টগ্রাম শহর থেকে নিজ গ্রামের বাড়ীতে নেয়া হয়েছে মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক এই কৃতি সন্তানকে ।জানাজায় লোকে লোকারন্য । মসজিদ ময়দানে লক্ষ লক্ষ মুসল্লীর অংশ গ্রহণে চট্রগ্রামবাসী শেষ বিদায় জানান এই গন মানুষের অবিসংবাদিত জাতীয় নেতাকে । ১৯৪৫ সালে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামে জন্ম নেওয়া নোমান একসময় বাম রাজনীতিতে যুক্ত ছিলেন । ষাটের দশকের শুরুতে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তিনি ছাত্র ইউনিয়নে যোগ দেন।
মেননপন্থি ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক, বৃহত্তর চট্টগ্রামের সভাপতি এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করেন।
ছাত্রজীবন শেষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাত ধরে নোমান যোগ দেন শ্রমিক রাজনীতিতে। পূর্ববাংলা শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি ছিলেন তিনি। গোপনে ভাসানীপন্থি ন্যাপের রাজনীতির সঙ্গেও জড়িত হন। ১৯৭০ সালে ন্যাপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হন।
১৯৭১ সালে তিনি সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে যোগ দেন। যুদ্ধ শেষে ন্যাপের রাজনীতিতে তার পথ চলা। এরপর ১৯৮১ সালে যোগ দেন বিএনপিতে।
১৯৯১ ও ২০০১ সালে চট্টগ্রাম-৯ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন নোমান। খালেদা জিয়ার দুই সরকারের আমলে মৎস্য ও পশু সম্পদ, শ্রম ও কর্মসংস্থান, বন ও পরিবেশ এবং খাদ্য মন্ত্রণায়ের মন্ত্রীর দায়িত্ব তিনি পালন করেন।
Leave a Reply