বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালী পৌর সদরের গোমদণ্ডী ফুলতল মোড়ে লোকালয়ে ঢুকে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে একটি মুখপোড়া হনুমান। শনিবার (১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। আহত হনুমানটিকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যান মো. মুন্না ও ফয়সাল নামে স্থানীয় দুই যুবক।
মো. মুন্না জানান, সকাল থেকেই হনুমানটি বিভিন্ন ভবনের ছাদে লাফালাফি ও গাছে ওঠানামা করছিল। দুপুরের দিকে একটি গাছ থেকে ভবনের ছাদে লাফ দিতে গিয়ে বৈদ্যুতিক তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং সড়কে পড়ে যায়। পরে প্রায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এসএম সাইদুল আলম সাঈদ বলেন, “হনুমানটির আংশিক লোম পুড়েছে, তবে বড় ধরনের কোনো জখম হয়নি। প্রাথমিকভাবে স্যালাইন দেওয়া হয়েছে এবং বর্তমানে শারীরিকভাবে অনেকটাই সুস্থ। বন বিভাগকে হস্তান্তর করা হয়েছে।”
চট্টগ্রাম বনবিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রাম সদর রেঞ্জার মুহাম্মদ ইসমাইল হোসাইন জানান, “হনুমানটি মুখপোড়া হনুমান প্রজাতির, যা বর্তমানে প্রায় বিলুপ্তির পথে। প্রাথমিক চিকিৎসা শেষে প্রাণিটিকে চকরিয়া সাফারি পার্কে হস্তান্তর করা হবে, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে প্রাণিটিকে চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।”
তিনি আরও বলেন, “এই ধরনের বন্যপ্রাণী উদ্ধার ও চিকিৎসার উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমরা যারা উদ্ধার করেছে, সেই মুন্না ও ফয়সালকে আন্তরিক ধন্যবাদ জানাই।”