বাবা
মুহাম্মদ লোকমান হাকিম।
বাবা হলো অস্তিত্বের রুপকার
শ্রেষ্ঠ মানুষ,
বাবা হলো চরম সংকটে
আশার ফানুস।
বাবা হলো স্বার্থপর ধরার
নিখাদ ভালবাসা,
বাবা হলো ভয়াল অন্ধকারে
পথের দিশা।
বাবা হলো মেঘ বৃষ্টি রোদে
বিশ্বস্ত ছাতা,
বাবা হলো আস্থার বাতিঘর
মহা কাব্য গাথা।