এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টারঃ
দীর্ঘ পনেরো বছর বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একচ্ছত্র প্রভাব থাকলেও, গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর পরিস্থিতি ভিন্ন হয়েছে। সীমান্তে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) এখন আগের চেয়ে আরও দৃঢ় অবস্থানে রয়েছে।
সম্প্রতি সীমান্তে মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ এক বাংলাদেশি কৃষককে অন্যায়ভাবে ধরে নিয়ে যাওয়ার সময় দুই বিএসএফ সদস্য বিজিবি’র হাতে ধরা পড়েন। পরবর্তীতে, ধরা পড়ার পর বিজিবি সদস্যদের পায়ে ধরে ক্ষমা ভিক্ষা করেন ওই দুই বিএসএফ সদস্য। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার( ২৯ এপ্রিল)২৫ খ্রিঃ
অতি সম্প্রতি দুজন ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) সদস্য তাদের অস্ত্রসহ আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই ঘটনার খবর পেয়ে নিকটবর্তী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ক্যাম্প থেকে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
তিনি আরও লেখেন, স্থানীয় জনতা ও বিজিবি সদস্যরা যৌথভাবে ঐ দুজন বিএসএফ জওয়ানকে অস্ত্রসহ আটক করে। পরবর্তীতে, তাদের ক্ষমা প্রার্থনার প্রেক্ষিতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিজিবি কর্তৃপক্ষ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে।
Leave a Reply