বইয়ের শিক্ষার পাশাপাশি কারিগরী শিক্ষাই অতীব জরুরী বলে মনে করেন, বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মুহাম্মদ আলী।
শুক্রবার (১৩ মে) আজকের মানব সময় পত্রিকা ও গ্লোবাল কম্পিউটার ইনস্টিটিউট এর যৌথ উদ্যোগে চট্টগ্রাম ইপিজেড ব্যাংক কলোনী কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
উক্ত অনুষ্ঠানে মানব সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও গ্লোবাল কম্পিউটার ইনস্টিটিউট এর পরিচালক মোঃ মোসলেহ উদ্দিন বাহারের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক বোস্তানুল করিম, এডভোকেট মোঃ আবু হানিফ, মোঃ শাহাব উদ্দিন, সাংবাদিক মোঃ হেলাল উদ্দিন, সাংবাদিক মোঃ জাহিদুল ইসলাম সহ অত্র প্রতিষ্ঠানের বর্তমানে এবং সাবেক শিক্ষার্থী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।