“ফিলিস্তিন যুদ্ধ”
মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব )
মুসলিম জাতির চেতনা আক্বসা কাবা মদীনা
ইবাদতের প্রাণকেন্দ্র জান্নাত পাওয়ার ঠিকানা।
ইযরাইলিদের আগ্রাসনে মাথা নত করো না
ফিলিস্তিনিদের আন্দোলন সত্য বিনে মিথ্যা না।
ফিলিস্তিনের নিরীহ মানুষের শত দুঃখ বেদনা
রক্তের বদলা নিবে আল্লাহ্ এটা মোদের কামনা।
ভূমি দস্যু মানুষ খেকো নেতা নিয়াহুর আস্তানা
ভেঙে দাও গুঁড়িয়ে দাও নিয়ে জিহাদি চেতনা।
বিশজনের কাছে দুইশ’ ধ্বংস কুরআনে তা বর্ণনা
বুকে সাহস আর রণ কৌশল বৃথা কিন্তু যাবে না।
বিমান কামান গোলাবারুদ সত্যের কাছে টিকবে না
বুকে থাকলে সাহস বল মিথ্যার কাছে হারবে না।
উড়িয়ে দাও বিজয়ের ঝান্ডা পূরণ কর মনের বাসনা
মুসলিম বিশ্বে এক হলে জালিম জিততে পারবে না।
ইহুদীবাদী সৈরশাসকদের ধ্বংস হোক সবার কামনা
মাসজিদুল আক্বসা মুক্ত হলে মুসলিম পাবে শান্তনা।
গাজার হামাস বাহিনী সৃষ্টি করুক নতুন কাহিনী
ধ্বংস হোক ইযরাইলের আগ্রাসন আর শয়তানী।
Leave a Reply