নগরীতে ফজলুল আরাফাহ ফাউন্ডেশনের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পলি হাসপাতালের পরিচালক আলহাজ্ব লায়ন মোহাম্মদ এহেছান চৌধুরীর সভাপতিত্বে ও হাফেজ মাওলানা জমির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান মেহমানের বক্তব্য রাখেন ইসলামী স্কলার আলহাজ্ব মাওলানা এম সোলাইমান কাসেমী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকার মোহাম্মদ জুবায়ের,আবু সাদাত মোহাম্মদ সায়েম, মিজানুর রহমান সোহেল, মাওলানা মুহাম্মদ আব্দুল লতিফ, মাওলানা মুহাম্মদ মাহমুদুল করিম, মাওলানা মুহাম্মদ আবুল কাশেম প্রমুখ।
আলহাজ্ব লায়ন মোঃ ইহেছান চৌধুরী পবিত্র মাহে রমজানে দেশের সকল বিত্তবানদের মধ্যবিত্ত ও কর্মহীন অসহায়দের সহায়তা ও ইফতার-সেহেরী সামগ্রী প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরও বলেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাস রমজান, রমজান মাস আল্লাহর রহমত ও অনুগ্রহধারায় সিক্ত হবার সুযোগ এনে দেয়। রমজানে মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সমাজের অবহেলিত মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে প্রয়োজন। কারো একার পক্ষে বিশাল দরিদ্র জনগোষ্ঠির কল্যাণ করা সম্ভব নয়।
পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা এম সোলাইমান কাসেমী।