প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ইফতার ও সম্মিলন গত ২৮ শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়। ইফতার ও সম্মিলনে প্রত্যয়ের সদস্য, শিক্ষক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও শিল্পীরা উপস্থিত ছিলেন। প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি মিলনায়তন আয়োজিত ইফতার ও সম্মিলনে আয়োজনের মধ্যে ছিলো আলোচনা, গজল ও নাত পরিবেশনা ও ইফতার। প্রত্যয়ের নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবির সভাপতিত্বে ও নীহারিকা পাল এর সঞ্চালনায় ইফতার ও সম্মিলনে বক্তব্য রাখেন চারুরং এর প্রতিষ্ঠাতা চিত্রশিল্পী হামেদ হাসান, চিত্রণ আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা চিত্র শিল্পী টিকলু দে, কুসুমকলি আর্ট স্কুলের শিক্ষক রাজন দে, প্রকাশ দে, নজরুল ইসলাম, শিল্পশৈলী আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা আকরাম হোসেন, শিল্পচর্চা আর্ট স্কুলের শিক্ষক অনম দে, ছবিঘর আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা ফাহিদুর রহমান ফয়সাল, আনন্দধারা সাংস্কৃতিক একাডেমির শিক্ষক নৃত্য শিল্পী মৌমিতা আচার্য, নৃত্যাঞ্চল সাংস্কৃতিক একাডেমির শিক্ষক আকাশ বড়ুয়া, ক্লাসিক্যাল ডান্স একাডেমির শিক্ষক প্রাচী চৌধুরী, ত্রিনেত্র সাংস্কৃতিক একাডেমির পরিচালক আপন শীল, সঙ্গীত শিল্পী সিফাত আমিরী, প্রত্যয়ের সদস্য বাংলাদেশ ব্যাংক এর সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা রাজু, এ্যাডভোকেট বাপ্পা ঘোষ, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের সহকারী অধ্যাপক রিদোয়ানুল হক, স্কুল শিক্ষক এরশাদ হোসাইন, ব্যাংকার জাহিদুল ইসলাম রকিব, অভিজিৎ কুমার শুভ, সঙ্গীত শিল্পী শিবু মল্লিক,তবলা প্রশিক্ষক নিতাই পদ নাথ, নৃত্যশিল্পী হৈমন্তী দে, চিত্রশিল্পী জয় শীল, রবিউল হোসেন আকাশ, সাকিবুল হাসান, একে মুন্না, জয়া দাশ, আবদুল্লাহ আল নোমান প্রমুখ।